গরীবের ঘরে জন্ম নিলে লোহার ফ্রেমেই ঘুমানোর বিছানা…

নাঈম এই কারখানায় কাজ করে।

গরীবের ঘরে জন্ম নেওয়া পৃথিবী তে তার সবচেয়ে বড় অপরাধ।

ক্ষুধার জ্বালায় তাকে এখানে মাসিক বেতনে বিক্রি করতে হয়েছে। না পেরেছে তাকে তার বাবা মা লালল পালল করতে, না পেরেছে রাষ্ট্র।এই কারখানা ছাড়া সমাজ এবং দেশ তার কাছে মূল্যহীন ।

নাঈমের জীবনের কোন ইচ্ছাই পুরন করতে পারেনি তবে দুপুরে কাজে একটু বিশ্রাম পায়, এই বিশ্রামেই সে ঘুমিয়ে আছে লোহার ফ্রেমে।

জীবন এবং লোহার ফ্রেম দু’টোই তার কাছে একই রকম শক্ত তবুও এর মাঝেই কখনো কখনো নিজেকে অনেক সুখি মনে করে যখন কাজ ছেড়ে শরীর টা একটু অবসরে এলিয়ে দেয়।



মন্তব্য চালু নেই