গরু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যবসায়ীরা

ঈদুল আজহার আগে আজ কোরবানির হাটের শেষ দিন। গত দুই দিনের রমরমা হাটে এখন ভাঙনের সুর। একই সঙ্গে গরুর দামের ক্ষেত্রে নেমে এসেছে মন্দা।

এ শেষ সময়ে এসে দাম পড়ে যাওয়ায় অনেক বেপারি তাদের অবিক্রীত গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জের আনজারুল ইসলাম তাদেরই একজন। কমলাপুর গরুর হাটে ৫০টি গরু নিয়ে এসেছিলেন তিনি। রবিবার পর্যন্ত ৪০টি গরু বিক্রি করেছেন। কিন্তু সোমবার দাম পড়ে যাওয়ায় বাকি ১০টি গরু নিয়ে ফিরে যাচ্ছেন তিনি।

আনজারুল বলেন, ‘রবিবার যে গরু দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে, সেটির দাম সোমবার পঁচাত্তর হাজার টাকার উপরে উঠছে না। তাই অবিক্রীত ১০টি গরু ফিরিয়ে নিয়ে যাচ্ছি।’

কোরবানির হাটে গরুর দাম কমে যাওয়ায় খুশি ক্রেতারা। মতিঝিল এলাকার একজন ক্রেতা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘কেনার সাধ্যের মধ্যে এসেছে গরুর দাম। দেখেশুনে একটি গরু নিয়ে যাব।’



মন্তব্য চালু নেই