গর্ভাবস্থায় যৌন সম্পর্ক করার ক্ষেত্রে যে তথ্য ফাঁস করলো মেডিকেল সাইন্স

গর্ভাবস্থায় যৌন সম্পর্ক সেফ না রিক্সি? গর্ভাবস্থায় যৌন সম্পর্ক নিয়ে অনেক মনে অনেক প্রশ্ন রয়েছে। তবে আমারা বেশির ভাগই মনে করি গর্ভাবস্থায় যৌন সম্পর্ক না করাই ভাল। এতে যে আসছে তার ক্ষতি হয়ে।

তাই নিজেদের ইচ্ছাকে মেরে অনেকেই এসময় দূরে থাকেন যৌন সম্পর্ক থেকে। কিন্তু আধুনিক মেডিকেল সাইন্স বলছে এর ভিন্ন কথা, গর্ভাবস্থাতেও যৌন সুখ পাওয়া যায়। আর এতে আপনার বাচ্চার কোন ক্ষতি হবে না।

সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে। ইন্টারকোর্সের সময় ভ্রুণ ক্ষতিগ্রস্ত হয় না। এমনকি স্থান পরিবর্তনও হয় না ভ্রুণের। তবে এই সময় সব পদ্ধতি চেষ্টা না করাই ভাল। বেছে নিন সেই পদ্ধতি যা আপনার সঙ্গিনীর পক্ষে সুবিধাকর।

তবে ছয় মাসের পর থেকে সেক্স না করাই ভাল। ইন্টারকোর্স ছাড়াও যৌন সুখ পাওয়া যায়। এই সময় ফোরপ্লে খুবই ভাল উপায়।



মন্তব্য চালু নেই