গাইবান্ধার ৩৩ সাঁওতালের আগাম জামিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আখ কাটা নিয়ে হামলার ঘটনায় পুলিশের মামলায় সাঁওতাল সম্প্রদায়ের ৩৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সাঁওতালদের পক্ষের আইনজীবী আবু ওবায়দুর রহমান জানান, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে আখ কাটা নিয়ে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সাঁওতাল) দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪২ জন সাঁওতালের বিরুদ্ধে মামলা করে।

এর মধ্যে কয়েকজন মারা গেছেন। ২ জন জামিনে রয়েছেন। এছাড়া কয়েকজন গ্রেফতার আছে। বাকিদের আবেদনের প্রেক্ষিতে আজ আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের আওতাধীন ‘সাহেবগঞ্জ ইক্ষু খামারে’ আখ কাটা নিয়ে গত ৬ নভেম্বর (রোববার) দিনভর সংঘর্ষ হয়।

চিনিকলের শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সাঁওতাল) দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে সাঁওতালদের ৩জন মারা যান। এতে আট পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাঁওতালদের বিরুদ্ধে মামলা দায়ের করে।



মন্তব্য চালু নেই