গাজী টেলিভিশনের বার্তা সম্পাদক সাংবাদিক মুকুল কারাগারে

স্ত্রীর দায়ের করা নির্যাতন মামলায় রিমান্ড শেষে গাজী টেলিভিশনের বার্তা সম্পাদক সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলকে (৩৭) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার রিমান্ড শেষে মুকুলকে ফের আদালতে হাজির করা হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে এর আদালত ।

এর আগে শনিবার মুকুলকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানার এসআই মাসুদ পারভেজ। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২৬ জুন রাত আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে মুকুলকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মুকুলের স্ত্রী দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার ২৫ জুন স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক চাওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলার অপর আসামি মুকুলের প্রেমিকা মেহেরুন বিনতে ফেরদৌসকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।



মন্তব্য চালু নেই