গাড়ি থামিয়ে যুবকদের হেলমেট পরতে বললেন শচীন (ভিডিও)

স্কুটারে করে যাচ্ছিল দুই অল্পবয়সি যুবক। মাথায় হেলমেটও ছিল না। হঠাৎ পাশের গাড়ির দিকে তাকিয়ে চমকে গেল দুজনেই। কেননা গাড়িতে বসে আছেন খোদ শচীন টেন্ডুলকার। সঙ্গে সঙ্গেই মোবাইল বের করে সেলফি তুলে এই অসাধারণ মুহূর্ত ধরে রাখতে চেয়েছিল দুজনে। কিন্তু এরপরই চমকের পালা। স্বয়ং মাস্টার ব্লাস্টার তাঁদের দিয়ে এক প্রতিজ্ঞা করালেন। তা হল হেলমেট পরার।

দেশের যে কোনও শহরেই পথ দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোনও কোনও রাজ্য প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে তা রুখতে। পশ্চিমবঙ্গে চালু হয়েছে সেফ ড্রাই সেভ লাইভ অভিযান। কিন্তু এসব সত্ত্বেও সাধারণ আরোহীদের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব দেখা দিচ্ছে। শচীনের এই ভিডিও যেন সে প্রমাণই দিচ্ছে।

গাড়ির জানালা থেকে দুই যুবককে হেলমেটহীন অবস্থাতে দেখেই সরব হন শচীন। বলেন, একটা প্রতিজ্ঞা করতে হবে। পরেরবার থেকে মাথায় যেন হেলমেট থাকে। সম্মতি দেয় দই যুবক। কথোপকথন চলাকালীন আরও একটি বাইক এসে হাজির হয়। সেখানেও আরোহীর মাথায় হেলমেট নেই। তাঁকে হেলমেট পরার আবেদন জানান ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই