গান শুনতে ঢাকায় ভারতীয় নায়ক পরমব্রত!

পশ্চিমবঙ্গের নায়ক পরমব্রত গেল সপ্তাহে কক্সবাজার এসেছিলেন শুটিংয়ে। কলকাতার রিংগো আর বাংলাদেশের মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘সেনাপতি’র কয়েকটি দৃশ্যের জন্যই তার এই সফর।

কথা ছিল শুক্রবারই কক্সবাজারের কাজ শেষ করে কলকাতার টিকিট কাটবেন এ তারকা। কিন্তু হঠাৎই মতের পরিবর্তন। কারণ ঢাকায় চলছে আন্তর্জাতিক ফোক ফেস্ট।
এই মওকা আর ছাড়তে চাইলেন না। সুতরাং ফ্লাইট বাতিল করা পরমব্রতকে শুক্রবার রাতে পাওয়া গেল আর্মি স্টেডিয়ামে লোক গানের আলো আঁধারে। এই রাতে সামনাসামনি বসে তিনি শুনলেন শফি মণ্ডল, গৌরব ও নিজ দেশের কৈলাশ খেরের গান।

সঙ্গে ছিলেন তার ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবির পরিচালক অনিমেষ আইচ, অভিনেতা অ্যালেন শুভ্র, অভিনেত্রী শবনম ফারিয়াসহ অনেকেই।

আজ শনিবার সকালে পরমব্রত কলকাতায় উড়ে গেছেন। যাওয়ার আগে তিনি বললেন, ‘আমার তো শুক্রবারই কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু ঢাকায় এত বড় একটা আয়োজন হচ্ছে, তাই আর লোভ সামলাতে পারলাম না! সম্ভবত এটাই উপমহাদেশের সবচেয়ে বড় লোকগানের উৎসব। তাই থেকে গেলাম। অসাধারণ একটা অভিজ্ঞতা হলো।’ -বাংলা ট্রিবিউন।



মন্তব্য চালু নেই