গাড়ি পোড়ানোর দায় নিতে হবে : মাহবুবকে প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের উদ্দেশে বলেছেন ‘যেহেতু আপনারা আন্দোলনের ডাক দিয়েছেন তার ফলে এই গাড়ি পোড়ানো হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। অতএব আপনাদের দায়দায়িত্ব নিতে হবে।’

বৃহস্পতিবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানিতে প্রধান বিচারপতি এমন বক্তব্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন খন্দকার মাহবুব হোসেন।

খন্দকার মাহবুব বলেন, ‘প্রধান বিচারপতির এমন বক্তব্যের পর আমি জবাবে বলেছি-দেশনেত্রী (খালেদা জিয়া) বারবার বলেছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে। আমাদের মহাসচিবের তরফ থেকেও এমন কোনো বক্তব্য নেই যে, কোনো রকম উসকানি দিয়েছেন। তার (ফখরুল) বিরুদ্ধে একমাত্র অভিযোগ উসকানি দেওয়া। রাষ্ট্রপক্ষও বলেছে তার উসকানির কথা। বিষয়টি এখন বিচারে আছে। বিচারে প্রমাণ হলে তখন দেখা যাবে।’

এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘ফখরুল সাহেব জামিনের দরখাস্ত দিয়েছিলেন। হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন। আমরা তার বিরুদ্ধে আপিল করেছি। আজ আপিল বিভাগে শুনানি হয়েছে।’

‘শুনানিতে বলেছি, যেকোনো রাজনৈতিক প্রোগ্রামের ঘোষণা দেওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে যদি ধ্বংসাত্মক কাজ হয় বা কাউকে হত্যা করা হয়, সম্পত্তি ধ্বংস করা হয়, সে ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আছেন, তারা দায় থেকে অব্যাহতি পেতে পারে না।’

মাহবুবে আলম বলেন, ‘এখানে পল্টন থানার তিনটি মামলা। একটা ৪, একটা ৫ জানুয়ারি আরেকটা ৬ জানুয়ারি। অর্থাৎ একদিন পর পর তারা ঘটনাটা ঘটিয়েছিল। এ ধ্বংস চালানো হতো না যদি না রাজনৈতিক প্রোগ্রামগুলো ডাকা না হতো। কাজেই রাজনৈতিক প্রোগ্রাম দেওয়ার ফলে যদি কোনো রকম সম্পত্তি নষ্ট হয়, মানুষ মারা যায় এবং মানুষের ক্ষতি হয়। সে ক্ষেত্রে এ ঘোষণা দেওয়ার পেছনে, প্রোগ্রাম দেওয়ার পেছনে যাদের ভূমিকা বা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, দায়দায়িত্ব তাদের ওপর বর্তাবে।’

যারা প্রোগ্রামের ঘোষণা দেন তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না, প্রধান বিচারপতি কি এরকম কথা বলেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ এ কথা বলেছেন। ফৌজদারি কার্যবিধিতে এ রকম রয়েছে।



মন্তব্য চালু নেই