গুগলের হাই ফাই হেডফোন

সম্প্রতি গুগল হেডফোন জগতে নতুন দুই ফিচার সহ ক্রমকাস্ট অডিও হেডফোন অবমুক্ত করল। এই হেডফোন গুলো আপনাকে অডিও শোনায় ক্ষেত্রে দেবে নতুন অভিজ্ঞতা।

ক্রমকাস্ট অডিও হেডফোনটি ওয়াই ফাই দিয়ে সংযুক্ত করা যাবে। যা দিয়ে স্পোটিফাই এবং প্যান্ডোরা থেকে শ্রোতারা সরাসরি গান শুনতে পারবে।

নতুন এই হেডফোনে আপডেট ইউপিএস সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। যা দিয়ে উচ্চমানের মিউজিক বাজানো সম্ভব। হেডফোনটি ৯৬ কিলোহার্জ/ ২৪ বিট পর্যন্ত সাউন্ড সমর্থন করে।

নতুন এই হেডফোনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এই হেডফোনটি দিয়ে পাশাপাশি কয়েকটি রুমে মিউজিক শোনা অথবা কথা বলা সম্ভব। একই ঘরের মধ্যে কয়েকটি এয়ারফোনকে গ্রুপ করে একই গান বা অডিও বাজানো সম্ভব।

নতুন আসা এই এয়ারফোনটির দাম ৩৫ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় দুই হাজার ৭০০ টাকা।



মন্তব্য চালু নেই