গুপ্তধন সহ ৩৫০০ বছরের পুরোনো কঙ্কাল উদ্ধার

গ্রিসে সম্প্রতি উদ্ধার হয়েছে প্রচুর ধনরত্নসহ সাড়ে তিন হাজার বছরের পুরোনো এক যোদ্ধার কঙ্কাল।

গবেষকদের মতে, ১৯৫০ সালের পর আর এতো বড় গুপ্তধন উদ্ধার হয়নি।

প্রচুর ধনরত্ন নিয়ে প্রায় সাড়ে ৩ হাজার বছর ধরে নির্ঝঞ্ঝাটে কবরে শুয়েছিলেন গ্রিসের ওই যোদ্ধা। সম্প্রতি তাঁর ‘ঘুম ভাঙালেন’ এক দল মার্কিন প্রত্নতত্ত্ববিদ।

22_88396_1

কবর খুঁড়ে দেখা গেছে, যোদ্ধার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধনরত্নের সম্ভার। এমনকী তাঁর শরীরেও ছিল সোনা ও রত্নখচিত গয়না। অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে তার তলোয়ার। ওই যোদ্ধার হাতের আংটি এবং গলার চেইনও অক্ষত মিলেছে।

কবরটি ২.৪ মিটার লম্বা, ১.৫ মিটার চওড়া।

প্রত্নতত্ত্ববিদরা জানান, গয়নাগুলি মিনোয়ান সভ্যতার। ২০০০ খ্রিস্ট পূর্বাব্দে ক্রিট দ্বীপে এই সভ্যতার আবির্ভাব হয়।



মন্তব্য চালু নেই