গুম-খুনে জড়িত র‌্যাব-পুলিশদের কোনোদিন ক্ষমা করা হবে না

বিএনপি নেতাকর্মীদের গুম-খুনের জন্য র‌্যাব-পুলিশকে দায়ী করে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসলে গুম-খুনের সঙ্গে জড়িতদের কঠোর বিচার করা হবে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘র‌্যাব-পুলিশের যারা যারা গুম-খুনের এই অন্যায় কাজ করেছে তাদের কোনদিন ক্ষমা করা হবে না। তাদের বিচার একদিন না একদিন হবেই।’

বুধবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানের লংবিচ হোটেলে বিএনপির বিগত আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারের আগে দেয়া বক্তব্যে বেগম জিয়া এসব কথা বলেন।

দেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসবে- এমন আশাবাদ ব্যক্ত করে খালেদা জিয়া বলেন, ‘দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসলে যারা গুম হয়েছে আমরা তাদের অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করব। এদের সঙ্গে র‌্যাব-পুলিশ খারাপ আচরণ করেছে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমরা গুম হওয়াদের হয়তো ফিরে পেতে না পারি, কিন্তু এসব ঘটনায় জড়িতদের বিচার হলেও কিছুটা শান্তি পাবো। আমরা এই আশায় থাকবো।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘আসুন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারা (গুম হওয়ারা) যেখানেই আছে যেন ভাল থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন তাদের সহায় হোন।’

অনুষ্ঠানে বিএনপির বিগত আন্দোলন-সংগ্রামে গুম-খুন হওয়া ঢাকা ও এর আশপাশের ৪০টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই