গুম হওয়া রিপনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন খালেদা

স্বেচ্ছাসেবক দলের গুম হওয়া কর্মী রিপনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রিপনের ভাইয়ের হাতে সহায়তার চেক তুলে দেন খালেদা জিয়া।

রিপনের ভাই স্বপন জানান, গত বছরের ২৯ ডিসেম্বর গাজীপুরে বিএনপির সমাবেশ না করতে দেওয়ার প্রতিবাদে রাজধানীর মিরপুরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল বের হলে পুলিশ গুলি তাতে চালায়। এতে ঘটনাস্থলেই রিপন নিহত হয়। কিন্তু লাশ চাইলে পুলিশ উল্টো আমাদের হুমকি দেয়। অনেক খোঁজাখুঁজি পরও তার কোনো হদিস পাওয়া যায়নি।

স্বপন বলেন, ‘দেশ নেত্রীর কাছে একটিই আবেদন, তিনি যেন আমার ভাইয়ের সন্ধান চেয়ে সরকারের কাছে আবেদন জানান। আমার ভাই রিপনের লাশটা চাই, যাতে বছরে অন্তত একটি দিন কবরের সামনে দাড়িয়ে দোয়া করতে পারি।’

তিনি জানান, চেয়ারপারসন আমাদের শান্তনা দিয়েছেন এবং ধৈর্য্য ধরতে বলেছেন।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেলিমা রহমান, সাবি উদ্দীন আহম্মদ, রাবেয়া সিরাজ, শিরিন সুলতানা, সেমা ওবায়েদ এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, রিপনের পরিবারের সদস্য স্বপন, পারুল এবং যুবদল নেতা শেখ শরাফত আলি, দিদারুল আলম, খাইরুল হুদা প্রমুখ।



মন্তব্য চালু নেই