গুরুর ছোঁয়ায় সাকিবের রেকর্ড

অনেক দিন সেভাবে ব্যাট করতে পারছিলেন না। শরীরী ভাষাও যেন কেমন কেমন মনে হচ্ছিল। এক পর্যায়ে গোপনে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন। ছেলেবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে কিছু টিপস নিয়ে যান। গুরুর পরশ পেয়েই আইপিএলে এক রেকর্ডের মালিক হয়ে গেলেন সাকিব আল হাসান।

গতকাল হারা ম্যাচে আইপিএলের ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন সাকিব আর ইউসুফ পাঠান।

এর আগে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটি ছিল ১৩০ রানের। গড়েছিলেন ওয়াইজ শাহ এবং ম্যাথিউস। ২০১০ সালে। তিন বছর বাদে মিলার আর সতীশও ১৩০ করে থেমেছিলেন। গতকাল সাকিব ইউসুফ করেন অপরাজিত ১৩৪।

সাকিব ৪৯ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। ইউসুফ পাঠান ৪১ বলে ৬৩ করেন। দুজনের এমন ব্যাটিংয়ের পরও কলকাতার স্কোর ১৭০ পার হয়নি তাদের টপ অর্ডারদের ব্যর্থতার কারণে। প্রথম দশ ওভারে মাত্র ৫৭ রান তোলে কেকেআর। যেখানে গুজরাট এই সময়ে তুলে নেয় ৮৯ রান। শেষ পর্যন্ত রায়নাদের কাছে ৫ উইকেটে হেরে যায় কেকেআর।

সাকিব অর্ধশতক করার পর ৩ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন।



মন্তব্য চালু নেই