গুলশানের রেস্টুরেন্ট উচ্ছেদ অভিযান বন্ধের দাবি

গুলশানে হোটেল-রেস্টুরেন্ট উচ্ছেদের চলমান অভিযান বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

রোববার বিকেলে মতিঝিল ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে পর্যটন শিল্প নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।

এসময় চলমান উচ্ছেদ অভিযানের ক্ষয়ক্ষতিসহ এর পরবর্তী করণীয় নির্ধারণে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করেন তিনি।

গত ১ জুলাই রাতে অস্ত্রধারী জঙ্গিরা ৭৯ নম্বর সড়কের ওই রেস্টুরেন্টে হামলা চালিয়ে জিম্মি করে দেশি-বিদেশি অতিথিদের। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে রেস্টুরেন্টটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। তবে জঙ্গিদের হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নির্মমভাবে নিহত হন। হামলায় মারা যান দুই পুলিশ কর্মকর্তা।



মন্তব্য চালু নেই