গুলশানে সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ ১২

রাজধানীর গুলশানের একটি সেলুনে এয়ার কন্ডিশন (এসি) বিস্ফোরিত হয়ে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন।

সোমবার বেলা পৌনে ৬টার দিকে গুরুত্বর দগ্ধ অবস্থায় ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। তথ্যটি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

তিনি জানান, গুলশান ২ নম্বর বারিধারার কালাচাঁদপুরের ১২ নম্বর গেটের শহীদ বীরপ্রতিক আনোয়ার সড়কে ‘ডি সোড হেয়ার কাটিং অ্যান্ড ড্রেসার’ নামের একটি সেলুনে বিকেল সাড়ে ৪টার বিকোট শব্দ হয়। এসময় পথচারীসহ সেলুনে থাকা অন্তত ১২ জন গুরুত্বর দগ্ধ হন।

দগ্ধরা হলেন- রুবেল (২০), শাকিল (২৫), সেলিম (২৮), দেলোয়ার (৩৫), তুষার (২৫), মেহেদী রতন (৩৫), রাফিন (১০), রাকিন (৮), মেহেদী হাসান (৪০), ফেরদৌস আহমেদ (৪০), মজিবুর রহমান (৪০), মঞ্জিল (৩৮)। এদের মধ্যে মঞ্জিল, রাফিন ও দেলোয়ারের অবস্থা গুরুত্বর বলে জানান ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।

তিনি জানান, ওই তিনজনের শ্বাসনালীতে দগ্ধ হয়েছে।



মন্তব্য চালু নেই