‘গুলশান-শোলাকিয়া হামলায় জামায়াত-শিবির’

নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় না করে ঈদের জামাতে যারা হামলা করেছে, এদের হামলার নমুনা আইএস বা আল-কায়দার মত নয়। আইএস বা আল-কায়দা আত্মঘাতী বোমা হামলা করে, তরবারি দিয়ে জবাই করে মানুষ হত্যা করে।’

‘গুলশানে, শোলাকিয়ার হামলাকারীরা হাত-পায়ের রগ কেটে মানুষ হত্যা করেছে। আর কেউ নয়, সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবির এসব হামলা করেছে’, বলেন তিনি।

বুধবার (১৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সমানে ধর্মযাজক, দেশি-বিদেশি নাগরিক হত্যা, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শাহজাহান খান বলেন, ‘মহানবী (সা.) বলেছেন, যারা মানুষ হয়ে মানুষ হত্যা করে, মুসলমান হয়ে মুসলমান ভাইকে হত্যা করে কেয়ামতের দিন আমি তাদের জন্য সুপারিশ করব না।’

সরকারকে উৎখাতের জন্য বিএনপি-জামাত চক্র দেশে বিভিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে যেসব ঘটনা হচ্ছে এর দায় বিএনপি-জামায়াত চক্রকে নিতে হবে।’

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘চোখ বুজে থেকে কাক ভাবে কেউ তাকে দেখতে পারছে না। আপনি চোখ বুজে আছেন আর ভাবছেন কেউ আপনার চক্রান্ত দেখতে পারছে না। গোপনে মোসাদের সঙ্গে যোগাযোগ করে আপনি ভাবছেন ক্ষমতায় যেতে পারবেন?’

ক্ষমতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইবলিশের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলেও মন্তব্য করেন শাহজাহান খান।

সরকার-জঙ্গিবাদ ইস্যুতে কোনো আপোস না করতে সরকারের প্রতি আহ্বান জানান এই শ্রমিক নেতা।

ঢাকাসহ সারাদেশে বিভিন্ন মতবিনিময় সভা, সেমিনার ও মানববন্ধন কর্মসূচি পালন করে জনগণকে জাগ্রত করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যাকে প্রতিহত করা হবে বলেও জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই