গুলশান হামলা: ‘মাথার ওপর গুলি, ঝাঁপ দিলাম আরেক বাড়ির ছাদে’

‘ততক্ষণে পুলিশ আমাদের রেস্তোরাঁটাকে পুরোপুরি ঘিরে ফেলেছে। ওরাও তখন বুঝে ফেলেছিল, এবার লড়তে হবে শেষ যুদ্ধটা। সেই সময় ওরা এদিক ওদিক ছোটাছুটি করতে করতে এলোপাতাড়ি গুলি ছুড়ছিল।’

‘দেখলাম, ডিনার টেবিলে বসা এক ইতালীয়ের দিকে বন্দুক তাক করে রেখেছে এক জঙ্গি। গুলি ছুটে আসছে নানা দিক থেকে। একটা গুলি তো আমার মাথার ঠিক ওপর দিয়ে বেরিয়ে গেল।’

‘মেঝেতে শুয়ে পড়লাম প্রথমে। কিন্তু শুয়ে শুয়েই ভাবলাম, এভাবে কতক্ষণই বা বাঁচতে পারব! কারণ, ওরা মেঝেতে মরার মতো পড়ে থাকলেও তো ছেড়ে দেবে না। কাছে এসে গায়ে হাত দিয়ে দেখবে, বেঁচে আছে কি না। তার পর যদি দেখে কেউ বেঁচে আছে, তা হলে তাকে গুলি করে বা তুলে নিয়ে গিয়ে কুপিয়ে মারবে।’

উত্তেজনায় কাঁপতে কাঁপতে গড়গড়িয়ে বলে যাচ্ছিলেন গুলশানের ঘটনায় বেঁচে যাওয়া জাকোপো বিওনি। ওই রেস্তোরাঁর যে দুই ইতালীয় শেফ পালিয়ে বেঁচে গিয়েছিলেন, তাদের একজন বিওনি। গত শুক্রবার কীভাবে পালিয়েছিলেন ওই রেস্তোরাঁ থেকে, একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তা জানিয়েছেন বিওনি।

তিনি বলেন, ‘বাঁচার জন্য আমাদের রেস্তোরাঁর পেছনের সিঁড়ি দিয়ে ছাদে উঠে গিয়েছিলাম। সেখান থেকে দেখলাম, নিচে রেস্তোরাঁর সামনে পুলিশের সঙ্গে কার্যত, খণ্ডযুদ্ধ চলছে জঙ্গিদের। গুলি, গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা। পাল্টা গুলি চালাচ্ছে পুলিশ। ভাবছিলাম, কোন দিকে যাব? ছাদ থেকে কোন দিকে লাফ দিব?’

‘দেখলাম, রেস্তোরাঁর পেছন দিকে গলির মধ্যে একটা বাড়ি আছে। তার ছাদে লাফিয়ে পড়া যায়। কিন্তু ওই বাড়িটা ছিল নিচে। কয়েক মিনিট ভাবলাম। যদি কোমরের হাড়গোড় ভেঙে যায়! পরে ভাবলাম, গেলে যাবে। গুলি বা চাপাতির কোপ খেয়ে তো মরতে হবে না! এই ভেবেই ঝাঁপ দিয়ে নামলাম রেস্তোরাঁর পেছনের দিককার ওই বাড়িটার ছাদে।’

‘সেখানেই ছিলাম বহুক্ষণ। বন্দুকযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ লুকিয়ে ছিলাম ওই বাড়িটাতে, ভয়ে। যদি পরে রেস্তোরাঁ থেকে কেউ বেরিয়ে এসে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে! আমাকে তো লাফিয়ে ছাদে নামতে দেখে খুব হকচকিয়ে গিয়েছিলেন বাড়ির লোকজন। ভয় পেয়ে ওই বাড়ির দুটি ছোট ছোট ছেলেমেয়ে চেঁচিয়ে উঠেছিল। তারপর ওরা সবকিছু বুঝতে পেরেছিলেন। তখন ওরাই আমাকে তাদের ঘরে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিলেন। পরে যত্ন করে আমাকে খাইয়েওছিলেন।’

‘শনিবার বিকেল পর্যন্ত ওই বাড়িতেই ছিলাম। একবার পুলিশ এসে ওই বাড়িতেই আমার খোঁজখবর নিয়ে গেল। আর তখনই ঠিক করে ফেললাম, যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি ছেড়ে আমাকে বেরিয়ে যেতে হবে। না হলে আরো কত পুলিশি ঝামেলা পোহাতে হবে আমাকে, কে জানে! আর আমার জন্য ওই বাড়ির লোকজনকেও থাকতে হবে দারুণ দুশ্চিন্তায়।’

বিওনি বলেন, ‘যেই ভাবা, সেই কাজ। আমার সঙ্গে ছিল দুটি ব্যাগ আর পাসপোর্ট। তাই নিয়েই পড়িমরি করে ছুট লাগালাম বিমানবন্দরের দিকে। দেরি না করে চেপে বসলাম ব্যাংককগামী প্রথম ফ্লাইটেই।’

বাড়ি ফেরার জন্য আর তর সয়নি বিওনির। সোমবারই ব্যাংকক থেকে রওনা হয়ে গিয়েছেন ইতালিতে।

সূত্র : আনন্দবাজার



মন্তব্য চালু নেই