গুলিতেই আফিফের মৃত্যু, দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের

আশকোনার পূর্বপাড়ার জঙ্গি আস্তানায় নিহত কিশোর আফিফ কাদরীর মৃত্যু গুলিতে হয়েছে বলে দাবি করা হচ্ছে। তার শরীরে একাধিক গুলির চিহ্ন পেয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, আফিফের শরীরের একাধিক গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে ১টা গুলি বের করা হয়েছে। গুলির কারণেই তার মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। কেমিক্যাল এনালাইসিসের জন্য ভিসেরা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সোমবার দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত নিহত আফিফের ময়নাতদন্ত করা হয়। সোহেল মাহমুদ জানান, আফিফ কোনো উত্তেজক ওষুধ খেয়েছেন কিনা এ বিষয়ে জানতে তার ইউরিন ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্য তার দাঁত, চুল, থাই মাসল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত শনিবার আশকোনায় আস্তানাটিতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আফিফ এবং সাকিরা নামে দুই জঙ্গি নিহত হয়।



মন্তব্য চালু নেই