গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তের চারাবাড়ির মেইন পিলার ১৩ এর নিকটে নো-ম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতের তারালি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর বিমল কুমার দুই বাংলাদেশি আ.খালেক ও নজরুলের লাশ সাতক্ষীরা সদরের তলুইগাছা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার আলীর নিকট হস্তান্তর করেন। এসময় কলারোয়া থানার এসআই পিন্টু লাল দাস ও সাতক্ষীরা সদর থানার এএসআই আ.মালেক উপস্থিত ছিলেন।
কলারোয়া এসআই পিন্টু লাল দাস সাংবাদিকদের জানান, আইনি প্রক্রিয়া শেষে নজরুল ইসলাম ও আব্দুল খালেকের মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, অবৈধপথে ভারতে গরু আনতে গিয়ে গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার ভোরে কলারোয়া সীমান্তের বিপরীতে তারালি এলাকায় বিএসএফের গুলিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের লোকমান সরদারের পুত্র আব্দুল খালেক ও সদর উপজেলার পাঁচরখি গ্রামের শের আলীর পুত্র নজরুল ইসলাম নিহত হন। এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে নিহতদের মরদেহ হস্তান্তরের বিষয়ে সম্মত হয়। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে বিজিবির কাছে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর করে বিএসএফ।



মন্তব্য চালু নেই