গুলিতে নিহত শান্তিরক্ষীর মরদেহ আসছে শনিবার

মালির রাজধানী বামাকোয় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনীর সদস্য সৈনিক নীলকণ্ঠ হাজংয়ের মৃতদেহ শনিবার বিকেলে দেশে পৌঁছবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলকণ্ঠের মৃতদেহ নিয়ে আসার পর তার সুনামগঞ্জের ধর্মপাশা থানার ঘিলাঘোড়া গ্রামের বাড়িতে পূর্ণ সামরিক মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

মালির রাজধানী বামাকোতে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্টের একটি জিপে ২৫ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে (স্থানীয় সময়) সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নীলকণ্ঠ হাজং নিহত হন। আহত হন সৈনিক সিরাজুল ইসলাম।



মন্তব্য চালু নেই