গুলিবিদ্ধ মাংস ব্যবসায়ীর মৃত্যু

যশোর জেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত মাংস ব্যবসায়ী ইকবাল হোসেন (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইকবাল হোসেন যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, গত ২৮ মার্চ রাতে ইকবাল শেখহাটি মিয়া বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাজেদুল হক রিপন জানান, ইকবাল পেশায় একজন মাংস ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগের সমর্থক। নির্বাচন কেন্দ্রিক সহিংসতার কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন তিনি।



মন্তব্য চালু নেই