গুলিস্তানে অজ্ঞানপার্টির খপ্পড়ে ব্যবসায়ীর লাখ টাকা খোয়া

রাজধানীর গুলিস্তানে আজমেরী বাস কাউন্টারের সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এক প্রিন্টিং ব্যাসায়ীকে। তার নাম মো. আবুল খায়ের (৪০)।

সোমবার রাত সাড়ে আটটার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ তার কাছ থেকে এক লাখ টাকা খোয়া গেছে।

আবুল খায়েরের ছোট ভাই মো. আবুল কাশেম জানান, সোমবার সন্ধ্যায় আবুল খায়ের গোপীবাগের বাসা থেকে বের হয় চকবাজারে মাল কেনার জন্য। পরে তাকে পথচারীরা গুলিস্তান আজমেরী বাস কাউন্টারের সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তার মোবাইলে থাকা ফোনে কল দিলে আবুল কাশেম এসে তাকে সনাক্ত করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, আমার ভাইয়ের পকেটে নগদ ৯৮ হাজার টাকা ছিল মাল কেনার জন্য। এছাড়াও আরও বেশ কিছু টাকা ছিল তার কাছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আবুল খায়ের পুরান ঢাকার ওয়ারী থানার গোপীবাগের কেএম দাস লেনের ৬৪ নম্বর বাড়ির নুরুল হকের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই