গুলিস্তানে সংঘর্ষে আটক ১৯০ জন কারাগারে

রাজধানীর গুলিস্তানে হকার্স ও ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক ১৯০ জনকে কারাগারে পাঠিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

শুক্রবার সন্ধ্যায় পল্টন থানায় দায়ের করা এক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে সিএমএম কোর্টের বিচারক খোরশেদ আলম তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে শুক্রবার দুপুরে গুলিস্তানে হকারদের ফুটপাথ থেকে তুলে দিতে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে অবস্থান নিলে তারা পুলিশের উপর হামলা চালায়। ইটের আঘাতে মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন আহত হলে আত্মরক্ষায় ব্যবসায়ীদের উপর চড়াও হয় পুলিশ।

সেখান থেকে ১৯০ জনকে আটক করে পল্টন থানায় এনে পুলিশের উপরে হামলার মামলা দেয়া হয়। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এঘটনার পর থেকে ঢাকা ট্রেড সেন্টার সাময়িকভাবে বন্ধ রয়েছে। মার্কেটটিতে প্রবেশের প্রতিটি গেটে পুলিশ সদস্যরা অবস্থান করছে।



মন্তব্য চালু নেই