গুলেনের আঙুল এরদোয়ানের দিকেই

যুক্তরাষ্ট্রের বাসিন্দা আলোচিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন অভিযোগ করেছেন, তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পেছনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপই ভূমিকা রেখেছেন।

রিসেপ তাইয়েপ অবশ্য প্রথম থেকেই অভিযোগ করে আসছেন জুলাইয়ের সেনা অভ্যুত্থানের পেছনে গুলেনের হাত রয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে সম্প্রতি একটি জার্মান পত্রিকা দেওয়া এক সাক্ষাৎকারে নতুন করে আবার এ অভিযোগ করেছেন গুলেন।

জার্মানির ওই পত্রিকাকে গুলেন বলেন, আমি ভাবতাম এটা হলেও হতে পারে। তবে এখন আমি নিশ্চিত সবকিছুর পেছনে এরদোয়ানেরই হাত রয়েছে।

ফেতুল্লা গুলেন
১৯৪১ সালের ২৭ এপ্রিলে জন্ম নেয়া গুলেন একজন সাবেক ইমাম এবং লেখক। তিনি গুলেন আন্দোলনের জনক। তুরস্কে এই আন্দোলন হিজমেত আন্দোলন নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের সেইলর্সবার্গে বসবাসরত গুলেন হানাফি মাজহাবের অনুসারী।

তিনি আন্তঃধর্মীয় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী তুরস্কের ভবিষ্যৎ ও আধুনিক বিশ্বে ইসলাম নিয়ে তৈরি হওয়া সামাজিক বিতর্কের একজন সরব বক্তা।

২০১৩ সালের আগ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট এরদোয়ানের বন্ধু ছিলেন। কিন্তু সে বছর তুরস্ক সরকারের সমর্থকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্র ধরে তাদের সম্পর্কে চির ধরে।



মন্তব্য চালু নেই