গোঁফ নিয়ে আর গোপনিয়তা নয়, জেনে নিন ১৮টি অবাক করা তথ্য!

পুরুষদের বেলায় নিজের চেহারাটিকে আকর্ষণীয় করতে চুল-দাড়ির বিশেষ ভূমিকা রয়েছে। তাই মানানসইভাবে এগুলোর কাটছাঁট করতে কত গবেষণাই না করি আমরা। নিজের চেহারা ও অবয়বের সঙ্গে চুল-দাড়ি যদি না মানায়, তবে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে। আর সেই গোঁফ নিয়েই রয়েছে অবাক কারা ১৮টি তথ্য। একনজরে জেনে নেয়া যাক সেই তথ্যগুলো।

১. গোঁফ প্রতিদিন গড়ে ০.০১৪ ইঞ্চি এবং প্রতি বছরে ৫-৬ ইঞ্চি বড় হয়!

২. পৃথিবীর দীর্ঘতম গোঁফের অধিকারীর নাম রাম সিং। তার গোঁফের দৈর্ঘ্য ১৪ ফুট!

৩. ভারতের মধ্যপ্রদেশে পুলিশ কর্মচারীদের গোঁফ রাখার জন্য আলাদা পারিশ্রমিক দেয়া হয়।

৪. ভিক্টোরীয় যুগে চা খাওয়ার সময়ে যাতে চা-এ গোঁফ ডুবে না যায় তার জন্যে বিশেষ ধরনের চা-এর কাপ তৈরি করা হত।

৫. ইতিহাসে ৩০০ খ্রিষ্টপূর্বাব্দে মানুষের প্রথম গোঁফ রাখার খবর পাওয়া যায়।

৬. ইউরেকা, নেভাদা ও মার্কিন যুক্তরাষ্ট্রে গোঁফওয়ালা পুরুষদের কোনো মহিলাকে আদর করা বেআইনি কাজ।

৭. মার্কিন নৌবাহিনীর কর্মীদের হাফ ইঞ্চির বেশি লম্বা গোঁফ রাখার নিয়ম নেই।

৮. একজন পুরুষের মুখমণ্ডলে গড়ে প্রায় ১০ হাজার থেকে ২০ হাজারটি পর্যন্ত চুল গজায়। তার মধ্যে গোঁফে থাকে ৬০০টির মতো চুল।

৯. শরৎ ও শীতকালের তুলনায় বসন্তকালে গোঁফ বড় হয় তাড়াতাড়ি।

১০. বিটলস তাদের ‘Sgt. Pepper’s Lonely Hearts Club Band’- অ্যালবামের প্রতিটি কপির সঙ্গে একটি করে পিচবোর্ডের গোঁফ বিলি করেছিল।

১১. ডলফিনের গোঁফ থাকে। এই গোঁফের সাহায্যে তারা ছোটবেলায় তাদের মায়ের অবস্থান নির্ণয় করতে পারে।

১২. গ্রিক ভাষায় ‘mustak’ শব্দটির অর্থ ওপরের ঠোঁট। তা থেকেই ইংরেজি ‘moustache’ শব্দের উৎপত্তি।

১৩. গর্ভে থাকাকালীন প্রতিটি শিশুরই অল্পবিস্তর গোঁফ গজায়, এবং তারা সেটা খেয়েও ফেলে!

১৪. গবেষণায় দেখা গেছে নারীরা গোঁফওয়ালা পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয়।

১৫. একজন পুরুষ প্রতিদিন গড়ে প্রায় ৭৫০ বার তার গোঁফে হাত দেন।

১৬. এক প্যাকেট তাসের ভিতর একমাত্র হরতন বা হার্টসের সাহেবের গোঁফ থাকে।

১৭. ভারতে গোঁফ ট্রান্সপ্লান্ট করাতে খরচ পড়ে ২.৫ লাখ টাকার মতো।

১৮. গোঁফ তার নিজের ওজনের ২০% পর্যন্ত ওজনের জলীয় উপাদান শোষণ করতে পারে।-এবেলা



মন্তব্য চালু নেই