গোটা এটিএম বুথই নিয়ে পালালো ডাকাতরা

এটিএম মেশিন থেকে টাকা লুঠ করার নয়া পদ্ধতি আবিষ্কার করলো ডাকাতরা। আর সেই পদ্ধতিতে গোটা এটিএম বুথটাই নিয়ে পালালো তারা। দুঃসাহসিক এই ঘটনাটি ঘটেছে দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের হিরো হন্ডা চক এলাকার কাছে। এটিএমটি এইচডিএফসি ব্যাংকের ছিল।

পুলিশ জানিয়েছে, এটিএমে ঢুকে প্রথমেই সিসিটিভি ক্যামেরাগুলোকে ভেঙে দেয় ডাকাত দল। এরপর গোটা এটিএম মেশিনটি নিয়েই পালিয়ে যায়।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, এটিএমটিতে যে ক্যামেরা লাগানো ছিল তা অত্যন্ত শক্তিশালী। ফলে ক্যামেরা ভাঙার আগের মুহূর্ত পর্যন্ত সব ছবিই সার্ভারে ধরা থাকবে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, গ্যাসের কাটার মেশিন নিয়ে এসে এটিএম কেবিনে ঢুকে ক্যাশ বক্স কেটে নিয়ে পালিয়েছে ডাকাতরা। তবে বুথটিতে তেমন টাকা ছিল না। মাত্র ৯১ হাজার রূপি ছিল বলে জানা যায়।

এর আগে গত এপ্রিলে দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের আরেকটি এটিএমে ঢুকে একই কায়দায় ক্যাশ বক্স ভেঙে ২ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।



মন্তব্য চালু নেই