গ্যালাক্সি নোট ৭ নিয়ে আতঙ্ক! বাজার থেকে মোবাইল তুলে নেবে স্যামসাং…

সারা বিশ্ব জুড়ে স্যামসাং-এর গ্যালাক্সি নোট ৭ প্রত্যাহার করে নেওয়া হতে পারে। জানা গিয়েছে যে, স্যামসাং-এর পক্ষ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এমন নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়ার কারণ কী? অনুসন্ধান করে জানা গিয়েছে, ব্যাটারি চার্জ দেওয়ার সময়ে নাকি স্যামসাংয়ের এই মডেলটিতে বিস্ফোরণ ঘটে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও দুর্ঘটনা ঘটেনি।

দক্ষিণ কোরিয়ার এই নামজাদা কোম্পানির তরফ থেকে এখনও কিছু পরীক্ষা-নীরিক্ষা চালানো হবে এই বিষয়ে। তাই এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী সপ্তাহের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে এই মডেলটি প্রত্যাহার করার কথা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

স্যামসাং নোট সিরিজের মধ্যে গ্যালাক্সি নোট ৭ মডেলটি একেবারেই নতুন। দামি এই মডেলটিতে একটি জায়ান্ট স্ক্রিন রয়েছে এবং এর স্টাইলসও বেশ অভিনব। উল্লেখযোগ্য বিষয়, নোট সিরিজের সব ফোনই যথেষ্ট দামি। তাই এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে যে ক্রেতারা আদৌ এই ফোনের উপরে ভরসা করতে পারবেন কিনা।



মন্তব্য চালু নেই