গ্যাসের দাম : সিঙ্গেল চুলা ৯০০ ডাবল ৯৫০ টাকা

গ্রাহক পর্যায়ে বাড়ানো হয়েছে গ্যাস ও বিদ্যুতের দাম। নতুন এ দাম দু’দফায় কার্যকর করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

প্রথম দফায় ১ মার্চ এবং দ্বিতীয় দফায় ১ জুন থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ১ মার্চ থেকে
প্রথম দফায় বাড়তি দামে গৃহস্থালি গ্যাস ব্যবহার প্রতি মাসে এক বার্নার (সিঙ্গেল চুলা) ৬০০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা। একই সঙ্গে দুই বার্নার (ডাবল চুলা) ৬৫০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

একইভাবে দ্বিতীয় দফায় ১ জুন থেকে এক বার্নার (সিঙ্গেল চুলা) ৯০০ টাকা এবং দুই বার্নার (ডাবল চুলা) ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ রেগুলেটরি কমিশন আইন ২০০৩ এর ধারা ২২ (খ) ও ৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন ভোক্তা পর্যায়ে গ্রাহক শ্রেণিভিত্তিক অভিন্ন মূল্যহার পুনঃনির্ধারণ করা হয়েছে, যা গড়ে ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য আব্দুল আজিজ খান, রহমান মুরশেদ, মাহামুদুল হক ভূঁইয়া, মিজানুর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই