গ্যাস ভরার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৪

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি: সাভারে আশুলিয়ার নয়ারহাটে গ্যাস ভরার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে ষ্টেশনের এক কর্মচারী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত আরো চারজন।

বৃহস্পতিবার বিকেল পৌনেচারটার দিকে সাভারের নয়ারহাটে ডেল্টা সিএনসি ফিলিং ষ্টেশনে এ দূর্ঘটনা ঘটে।

সিএনজি ষ্টেশনের কর্মচারি রজ্জব আলী জানান পৌনে চারটার দিকে একটি প্রাইভেট কারে সিএনজি ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়।

এসময় ঘটনাস্থলেই নিহত হয় সিএনজি ষ্টেশনের নজেল অপারেটর শামীম মিয়া(২৪)।

নিহত শামীম মিয়া মানিকগঞ্জের বেতিলা এলাকার আব্দুল খালেকের ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা।

এঘটনায় গুরুতর আহত তিনজনকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সবার শারিরিক অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা।

নিম্নমানের সিলিন্ডার ব্যবহারের কারণে দূর্ঘটনা ঘটেছে বলে ধারনা পরিবহণ সংশ্লিষ্টদের।

এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ।



মন্তব্য চালু নেই