গ্রীসের কুস দ্বীপে আটকা পড়েছে ২শ’ বাংলাদেশি

গ্রসের কুস দ্বীপে গত তিন সপ্তাহ ধরে আটকে পড়ে আছেন দুই শতাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসী। তারা দালালের মাধ্যমে তুরস্ক থেকে নৌকায় করে গ্রিসে এসেছিলেন।

জানা গেছে, তুর্কি থেকে অবৈধ পথে গ্রিসে পাড়ি জমানোর চেষ্টা করেন বাংলাদেশ-পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের কয়কশ’ অভিবাসী। কিন্তু শেষ পর্যন্ত গ্রিসের রাজধানী এথেন্সে ঢুকতে না পারায় কুস দ্বীপে অবস্থান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

তুরস্কের ইস্তাম্বুল থেকে তারা দালালের মাধ্যমে প্রথমে বদরুম শহরে আসেন। সেখান থেকে ওই দালালরা একটি মোটর লাগানো হাওয়ার নৌকায় তুলে সঙ্গে একটি বৈঠা দিয়ে দেয়। ওই নৌকায় করে অনেক কষ্টে গ্রিসের কুস দ্বীপে এসে প্রায় দুইশ’ বাংলাদেশি অবৈধ অভিবাসী আটকা পড়ে রয়েছেন।

দেশে ফেরার প্রয়োজনীয় অর্থসঙ্কটে ভুগছেন আটকে পড়া বাংলাদেশিরা। গ্রীসে বাংলাদেশ দূতাবাস থেকে এক নারী কর্মকর্তা জানান, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনা আমাদের কাজ নয়। আপনারা গ্রিসের বাঙালি কমিউনিটিতে যোগাযোগ করতে পারেন।

তবে এ বিষয়ে পরবর্তীতে বাংলাদেশ দূতাবাস থেকে আটকে পড়া বাংলাদেশীদের সহায়তায় কোন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে কি না তা জানা যায় নি।



মন্তব্য চালু নেই