রিমান্ডের আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলাকারী গোলাম ফাইজুল্লাহ ফাহিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

শনিবার ভোরে সদর উপজেলার বাহাদুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এএসপি মনিরুজ্জামান ফকির বলেন, ‘ফাহিমকে নিয়ে মিয়ারচর গ্রামে অন্য আসামিদের ধরতে ও অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ফাহিমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।’

শুক্রবার মাদারীপুরের একটি আদালত শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার মামলায় ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় তিনি পুলিশি হেফাজতে ছিলেন।

বুধবার বিকেল ৫টার দিকে সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীর ভাড়া বাসায় হামলা চালায় তিন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। শিক্ষকের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পালিয়ে যাওয়ার সময় গোলাম ফাইজুল্লাহ ফাহিম (২০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে এসআই আইযুব আলী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই