গড় আয়ু ৭০ বছর, এগিয়ে নারীরা

দেশে মানুষের গড় আয়ু বেড়েছে। আয়ুষ্কাল দশমিক ৩০ শতাংশ বেড়ে এখন ৭০ দশমিক ৭ বছরে দাঁড়িয়েছে। অবশ্য এ হিসাব ২০১৪ সালের।

বাংলাদেশ অর্থনীতি সমীক্ষা ২০১৬ এর স্বাস্থ্য সূচকে গড় আয়ু বাড়ার এ তথ্য সংযোজন করে বলা হয়েছে, ২০১৩ সালে মানুষের গড় আয়ু ছিল ৭০ দশমিক ৪ বছর।

সমীক্ষায় বলা হয়েছে, আয়ুষ্কালের দিক থেকে এগিয়ে নারীরা। নারীদের আয়ুষ্কাল ৭১ দশমিক ৬ বছর। অপরদিকে পুরুষদের ৬৯ দশমিক ১ বছর। অর্থাৎ পুরুষের চেয়ে নারীদের আয়ুষ্কাল ২ দশমিক ৫ বছর বেশি।

এদিকে দেশে শিশু মৃত্যুর হার (বয়স ৫ বছরের নিচে) কমে এখন ৩৮ (প্রতি ১০০০ এ) এ দাঁড়িয়েছে। ২০১৩ সালের তুলনায় এ হার ৩ শতাংশ কম। ওই বছর শিশু মৃত্যুর হার ছিল ৪১।

সমীক্ষায় বলা হয়, শিশুমৃত্যুর হার শহরের তুলনায় গ্রামে ১০ শতাংশ বেশি। শহরে এ হার ৩০ শতাংশ এবং গ্রামে ৪০।

এছাড়া নবজাতক (এক বছরের নিচে) শিশুর মৃত্যুর হার কমে এখন ৩০, ২০১৩ সালের চেয়ে এক শতাংশ কম। ওই বছর এ হার ছিল ৩১।

তবে মাতৃমৃত্যুর হার কমে এক দশমিক ৯৩ তে নেমেছে। যা ২০১৩ সালে ছিল এক দশমিক ৯৭। এতে শহরে মাতৃমৃত্যুর হার এক দশমিক ৮২ এবং গ্রামে এক দশমিক ৯৬।

এছাড়া সমীক্ষায় দেয়া তথ্যে আরও বলা হয়েছে, সক্ষম দম্পতির সন্তানের সংখ্যা গড়ে ২ দশমিক ১১, যা আগের বছরের মতই রয়েছে।



মন্তব্য চালু নেই