ঘটা করে পালন করা হলো বিশ্বের সবথেকে বুড়ো বিড়ালের জন্মদিন!

বিড়ালটির বয়স এখন ৩০ বছর। এটিই বিশ্বের সব থেকে বয়স্ক বিড়াল। আর ক’বছর বেঁচে থাকলেই সে তার নাম তুলে দিবেন গিনেস বুকে। তার নাম ‘স্কুটার’। সে নাকি এরই মধ্যে ৪৫ থেকে ৫০ বারের মত বিদেশও সফর করে ফেলেছে!

এই তো গেল ২৬ মার্চা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে তার ৩০তম জন্মদিনও। বিশ্বের এই বুড়ো বিড়ালটি আমেরিকার টেক্সাসের। সে এখনও জীবিত।

এক নয়, দুই নয় তিন তিনটে দশক দেখেছে রাষ্ট্রপতি রোনাল্ড রেগানের প্রশাসনের সময় জন্ম হওয়া এই বিড়াল। রাজ্য, দেশ, রাজনীতি নানান অভিসন্ধির সাক্ষ্মী এই বুড়ো বিড়াল।

আদর করে ছোট থেকে বড় সবাই এই বুড়ো বিড়ালকে ডাকে ‘স্কুটার’ বলে। আর মাত্র ৮ বছর বেঁচে থাকলেই গিনেস বুকের রেকর্ড লিস্টে নাম উঠবে স্কুটারের। এর আগে ৩৮ বছরের জীবনকাল নিয়ে বিরল রেকর্ড করে গিনেস বুকে নাম তুলেছিল আরও এক বুড়ো বিড়াল।



মন্তব্য চালু নেই