ঘরে বসেই করে ফেলুন চুলের প্রোটিন চিকিৎসা

চুলের সমস্যা নেই এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। চুলের যত্ন না নিলে খুব সহজে চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই আপনার চুলের যত্ন আপনার নিজেকে নিতে হবে।
আজকাল পার্লারে চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন চিকিৎসা করানো হয়। আজ আমরা চুলের প্রোটিন চিকিৎসা নিয়ে আলোচনা করব।

উপকরণ-
১. দই – ৫ চা চামচ
২. ডিম – ১টি
৩. লেবুর রস – ১ টেবিল চামচ
৪. কলা- একটি কলার অর্ধেক থেঁতলে নিন

তৈরি পদ্ধতি-
সকল উপকরণকে একসাথে ভাল করে মিশিয়ে নিন। তারপর আপনার সম্পূর্ণ চুলে ভালভাবে লাগিয়ে রাখুন। তবে এই উপকরণ লাগানোর পূর্বে চুলে তেল দিয়ে নিবেন। তেলের সাথে আদা ও রসুনে মিশিয়ে পেস্ট তৈরি করে নিয়ে চুলে লাগাতে পারেন।

তারপর এই মিশ্রণ ১৫ থেকে ২০ মিনিট রেখে তারপর শ্যাম্পু দিয়ে ভালভাবে চুল ধুয়ে ফেলুন এবং কন্ডিশনার ব্যবহার করুন। এই মাস্কের ফলে আপনার চুল পরা কমে যাবে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।



মন্তব্য চালু নেই