ঘরোয়া উপায়ে রঙ ফর্সাকারী ক্রিম

ফর্সা সুন্দর ত্বক দেখতে কার না ভালো লাগে? অথচ বহু পরিচর্যার পরেও ত্বকের কালছে ভাব দূর করতে পারছেন না। এমন পরিস্থিতিতে অনেকেই বেছে নেন রঙ ফর্সাকারী ক্রিম। বাজারে পাওয়া এসব ক্রিম অধিকাংশ সময় ত্বকের জন্য হুমকি স্বরূপ। তাই নিরাপদ ত্বকের সৌন্দর্য বজায় রাখতে নিজ হাতেই তৈরি করতে পারেন রঙ ফর্সা করার অত্যন্ত কার্যকরী ক্রিম। ঘারোয়া পদ্ধতিতে বানানো এই ক্রিম যেমন কার্যকরী তেমনি নিরাপদ। তাই এক নজরে শিখে নিতে পারেন ক্রিম তৈরি করার দারুণ কৌশল।

যা যা লাগবে

দেড় কাপ টকদই, ৩ থেকে ৪ টি কাঠ বাদাম, ২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ মধু, ১ চিমটি হলুদ গুড়া।

ক্রিম তৈরির পদ্ধতি

প্রথমে কাঠ বাদামগুলো পিষে নিতে হবে ভালো করে। এরপর কাঠবাদাম গুড়ো, মধু, দই, লেবুর রস এবং হলুদ গুড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে পেস্টের মত তৈরি করুন। ব্যস তৈরি হয়ে গেল আপনার রঙ উজ্জ্বলকারী ক্রিম। প্রতিদিন ব্যবহারে দ্রুত ফল পাওয়া সম্ভব। কাচের কৌটায় করে ক্রিমটি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ৭ দিন পর্যন্ত। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে এই ক্রিম লাগিয়ে নিন। নিজ হাতে বানানো ক্রিমের উপকারিতা পেয়ে নিজেই অবাক হয়ে যাবেন।

সতর্কতা- দিনে কোনোভাবেই লাগানো যাবে না। কারণ হলুদ এবং লেবুর রস সূর্যের আলোর প্রভাবে ত্বকে পোড়া দাগের সৃষ্টি করবে।



মন্তব্য চালু নেই