ঘাটাইলে মহাসড়কে অটোরিকশা মালিক-চালকদের মানববন্ধন

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা-অটোটেম্পু চলাচলে সরকার কর্তৃক নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে এবং পৃথক লেন ও রোড ডিভাইডারের দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে মানববন্ধন করেছে উপজেলা অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ঘাটাইল উপজেলা পরিষদ গেটের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শত শত অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপি চলা এ মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক জনাব শহিদুল ইসলাম লেবু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শহীদুজ্জামান খান (ভিপি সহিদ),সরোয়ার আলম রুবেল, আবু সাঈদ রুবেল, রঞ্জু মিয়া, এস এম লিটন সরকার প্রমুখ।

বক্তারা বিকল্প ব্যবস্থা ছাড়া মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত মহাসড়কে পৃথক লেন ও রোড ডিভাইডার তৈরি করে সিএনজি অটোরিকশা চলাচল করতে না দিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



মন্তব্য চালু নেই