ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা আবুল কালাম আজাদ আর নেই

মাগুরা প্রতিনিধি : মাগুরার সদা হাস্যোজ্জ্বল মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ কন্ঠস্বর জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কিমিটির ভারপ্রাপ্ত আহবায়ক জাসদ নেতা আবুল কালাম আজাদ আর নেই (ইন্নালিল্লাহি রাজিউন)।

গেল রাত ১২টা ১৫ মিনিটের দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মাগুরা সদর হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। তিনি স্ত্রী এক কন্যা, ১ পুত্র, বৃদ্ধা মা, এক ভাই, একবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শিখর, জেলা জাসদ সাধারণ সম্পাদক সমির চক্রবর্তী,মাগুরা জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক এ্যাডঃ হাসান সিরাজ সুজা সাংবাদিক শামিম খান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রবিবার (৮ মে) দুপুর ২টায় নান্দয়ালী ডিইউ হাই স্কুল মাঠে তার নামাজে শেষে নান্দুয়ালী গোরস্তানে দাফন করা হয়।



মন্তব্য চালু নেই