‘ঘৃণিত জীবনের চেয়ে জীবন বিসর্জন দেওয়াই কল্যাণকর’

ঘৃণিত জীবনের চেয়ে জীবন বিসর্জন দেওয়াই কল্যাণকর উল্লেখ করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অভিশপ্ত জীবনের কোনো মূল্য নেই। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করে জঙ্গি ও সন্ত্রাসী রূপ ধারণ করে দেশ, জাতি ও ধর্মের ওপর যারা আঘাত হানার মতো অপকর্মে জড়িত হয় তাদের দেশ ও জাতি চিরদিন ঘৃণা করবে। শুক্রবার সকালে নগরীর স্বাধীনতা পার্কে হাজী মহসিন সরকারি স্কুলের সাবেক শিক্ষক ও ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, অর্জিত জ্ঞান ও শিক্ষা দেশ ও জাতির কল্যাণ বয়ে না আনলে সে শিক্ষার কোনো মুল্য নেই। দায়িত্বশীল আচরণ দেশপ্রেমিক, সৎ, চরিত্রবান ও নীতিবান নাগরিকের ওপর দেশ ও জাতির মঙ্গল, কল্যাণ ও সমৃদ্ধি নির্ভর করে। প্রধান শিক্ষক ইতিকনা চৌধুরীর সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোর্ট সিটি ইউনিভারসিটির উপাচার্য প্রফেসর ড. নুরুল আনোয়ার, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সাবেক প্রধান শিক্ষক আবু তাহের, শিক্ষক সুকুমার রায়।



মন্তব্য চালু নেই