চট্টগ্রামে অগ্নিকাণ্ডে কারখানা, দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে

চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে কলকারখানা, দোকানপাট ও বসতবাড়ি পুড়ে গেছে।

মঙ্গলবার ভোরে নগরীর ডবলমুড়িং থানা, পাহাড়তলী থানা ও বোয়ালখালী উপজেলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর প্রহল্লাদ সিংহ জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে বোয়ালখালী উপজেলার আব্দুল লতিফ হাটে মশার কয়েল ও মিনারেল ওয়াটার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামারবাজার ও নন্দনকানন স্টেশনের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়ায় ভোর সাড়ে ৩টার দিকে আগুন লাগে। এতে ২৪টি কাঁচা ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

অপরদিকে একইদিন সকাল ৭টার দিকে নগরীর পাহাড়তলী থানার অলংকার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছয়তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই