চট্টগ্রামে কদমতলী ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত

চট্টগ্রামের কদমতলী ফ্লাইওভারটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় থাকা এই ফ্লাইওভার দিয়ে সোমবার সকাল থেকে পরীক্ষামূলক যানবাহন চলাচল শুরু হয়েছে বলে সিডিএ কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, কদমতলী ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হয়েছে। উদ্বোধনের আগেই পরীক্ষামূলকভাবে যান চলাচলের জন্য ফ্লাইওভারটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলে ফ্লাইওভারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

২ হাজার ১৩২ ফুট লম্বা এবং ২৮ ফুট প্রস্থ ফ্লাইওভারটি ঢাকা চট্টগ্রাম ট্রাংক রোডের উপর নির্মিত। এই ফ্লাইওভারের উপর দিয়ে আন্তঃজেলা বাস এবং পণ্য বোঝাই ট্রাক চলাচল করবে।

প্রসঙ্গত, ২০১২ সালের জুলাইয়ে চট্টগ্রামের কদমতলী ফ্লাইওভার নির্মাণকাজ শুরু হয়। ২৬ কোটি টাকা ব্যয়ে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যরে দুই লেনবিশিষ্ট এই ফ্লাইওভারটি নির্মাণ করতে সময় লেগেছে তিন বছর।



মন্তব্য চালু নেই