চট্টগ্রাম টেস্টে বিরল ঘটনা, যা কেউ কল্পনাই করেনি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজের প্রথম টেস্ট। তবে এই টেস্টে এরই মধ্যে ঘটেছে বিরল এক ঘটনা। যা হয়ত বা কেউ ভেবেই দেখেনি।

এই টেস্টে ওপেনার ব্যাটিংয়ের শিকার হয়েছেন ওপেনার ব্যাটিং। ঘটনাটি বিরল হলেও সত্য। ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেয়া এমন ঘটনার শিকার হলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।

দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডিন এলগার ও ভ্যান জিল একটু-আধটু বলও করতে পারেন। ব্যাট হাতে ইনিংস উদ্বোধনের পর চট্টগ্রাম টেস্টে বল হাতেও দেখা গেল দুই প্রোটিয়া ওপেনারকে। প্রথম ইনিংসে তামিম ও ইমরুলের উইকেট দিতে হল এ দুজনকে। দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট পেয়েছে ওপেনার ভ্যান জিলের হাত ধরে। মিডিয়াম পেসার ভ্যান জিলের শিকার হন ২৬ রান করা ইমরুল কায়েস। তামিম ইকবালকে থামতে হয়েছে দক্ষিণ আফ্রিকার আরেক ওপেনারের ঘূর্ণি বলে।



মন্তব্য চালু নেই