চবি উপাচার্যের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সাক্ষাৎ

দেশের উচ্চশিক্ষার অন্যতম বৃহত্তম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছেন চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।বৃহস্পতিবার সকাল ১০টায় চবি উপাচার্যের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা যায়। এসময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা ও প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। উষ্ণ অভ্যর্থনায় ভারতীয় সহকারী হাই কমিশনারকে বরণ করেন চবি উপাচার্য।চবিরবিভিন্ন ঐতিহ্য তুলে ধরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। সাকশাতকালে তাঁদের আলাপচারিতায় গুরুত্ব পায় -বাংলাদেশ এবং ভারতের শিক্ষা, উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে দু’দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম তথা শিক্ষক ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কনফারেন্স, সেমিনার, ট্রেনিং প্রোগ্রাম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন এবং বিনিময় করার ব্যাপারগুলো। সহকারী হাই কমিশনার এসব বিষয়ে ভারত সরকারের সর্বাত্মক আন্তরিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের প্রশংসা করেন ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।চবি উপাচার্য ১৯৭১ সালে জাতির মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ ভারতবাসীর অকুন্ঠ সমর্থন এবং সর্বাত্মক সহযোগিতার কথা কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে স্মরণ করেন।



মন্তব্য চালু নেই