চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ বর্ষে ভর্তি আবেদনে রেকর্ড

আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৬ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ২ লাখ ১১ হাজার ৯৫২ জন শিক্ষার্থী যা অন্যান্য বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়,ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ২ লাখ ১১ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। ২০১৫-১৬ বর্ষে বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ৪৮টি বিভাগে সর্বমোট ৪ হাজার ৬৫৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।এ বছর ফরম বিক্রি বাবদ বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা হয়েছে ১০ কোটি ৬ লক্ষ ৭৭ হাজার ২০০ শত টাকা।

এ বছর বিজ্ঞান অনুষদে( এ-ইউনিট) ২৫ হাজার ৭ শত ৬৬ জন, কলা ও মানববিদ্যা অনুষদে (বি-ইউনিট) ৪৪ হাজার ৩০ জন, ব্যবসায় প্রশসন অনুষদে (সি-ইউনিট) ৩২ হাজার ৫১ জন, সমাজ বিজ্ঞান অনুষদে (ডি-ইউনিট) ৩৩ হাজার ৬ শত ৯৬ জন, আইন অনুষদে (ই-ইউনিট) ১৬ হাজার ৪ শত ১১ জন, জীব বিজ্ঞান অনুষদে (এফ-ইউনিট) ২৬ হাজার ১ শত ৪৪ জন, ইঞ্জিনিয়ারিং অনুষদে (জি-ইউনিট) ২৩ হাজার ৪ শত ৪৪ জন, শিক্ষা অনুষদে (এইচ-ইউনিট) ৯২৪ জন, মেরিন সায়েন্স এন্ড ফিসারিজ (আই-ইউনিট) ৪ হাজার ৯২২ জন এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স (জে-ইউনিট) ৪ হাজার ৫ শত ১৪জন শিক্ষার্থী আবেদন করেছে।

উল্লেখ্য প্রতি আসনের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক ১৮৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে ইঞ্জিনিয়ারিং অনুষদে।অন্যদিকে আইন অনুষদে ১৩০ টি আসনের বিপরীতে প্রতি আসনের জন্য পরীক্ষায় অংশ নেবে ১২৭ জন করে, যা অন্যান্য বছরের তুলনায় রেকর্ড ছাড়িয়ে গেছে।

বরাবরের মত ভর্তি পরীক্ষা্য স্বচ্ছতা আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।ভর্তি পরীক্ষায় যেকোন ধরণের অনিয়ম ও অসচ্ছতা ঠেকাতে সর্বোচ্চ নজরদারি থাকবে বলে জানা যায়



মন্তব্য চালু নেই