চট্রগ্রামের হাটহাজারী-নাজিরহাট মহাসড়ক অধিকাংশ ব্রিজের নেই নিরাপত্তা বেষ্টনী

উওর চট্রগ্রামের হাটহাজারী-নাজিরহাট একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। পার্বত্য জেলা খাগড়াছড়ি, ফটিকছড়ি, নাজিরহাট ও হাটহাজারী জনসাধারণের যানচলাচলের একমাত্র ভরসা এ মহাসড়ক।
কিন্তু বিগত তিন মাস যাবত এ মহাসড়কের অনেকগুলো ব্রিজের নিরাপত্তা বেষ্টনী ভেঙে গেলেও তদারকি নেই সড়ক ও জনপদ বিভাগের। এতে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এসকল স্থানের ব্রিজের ভেঙ্গে যাওয়া নিরপত্তা বেষ্টনি অচিরেই মেরামতের জন্য সংশ্লিষ্ট ঊদ্ধর্তন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন জনতা।
শুক্রবার ৩০ আক্টোবর হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বিভিন্ন স্থান থেকে তোলা ছবির একটি খবরে তুলে ধরা হলো।



মন্তব্য চালু নেই