চতুর্থ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু ৩ জুন

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিস্ক ক্লাব বিএফডিএফ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’। ‘ভেসে যাক পাশবিকতা, আসুক মানবিক মুক্তির দিন’ স্লোগানকে সামনে রেখে আগামী ৩ ও ৪ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) এ প্রতিযোগিতার আয়োজন করছে।

বুধবার বেলা সাড়ে ৩টায় আইন বিভাগের মুট কোর্ট গ্যালারীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দুইদিন ব্যাপী এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৩২ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ৯৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।

আগামী ৩ জুন সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একযোগে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন, তৃতীয় বজ্ঞিান ভবন এবং ডিনস্ কমপ্লক্সেে বিতর্ক প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।

৪ জুন সকাল ৯টায় বিএফডিএফ এর উপদেষ্টম-লী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিতর্কের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এছাড়াও আরও উপস্থিত থাকবেন রাজশাহী সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, বিএফডিএফ এর সভাপতি নাফিউল হক জিসান, সিনিয়র সদস্য শাকিল আহমেদ, জেষ্ঠ্য নির্বাহী সদস্য শাহাদাত হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই