চতুর্থ ধাপে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে দলীয় মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান পদপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমগুলোতে এ তালিকা পাঠানো হয়।

এর আগে দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশের কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ইউপি নির্বাচনে চতুর্থ ধাপে চেয়ারম্যান পদপ্রার্থীদের তালিকা প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলন করে দলটি।

চতুর্থ ধাপে নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ১০ ও ১১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৯ এপ্রিল। তাই আজ চতুর্থ ধাপের ৫৬৭টি ইউপিতে দলের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাকি প্রার্থীদের তালিকা পরে ঘোষণা করা হবে। চতুর্থ ধাপে ৭৪৩টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে আগামী ৭ মে।

আওয়ামী লীগের প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই