চলতি সপ্তাহেই পে-স্কেলের গেজেট

চলতি সপ্তাহের মধ্যেই নতুন বেতনকাঠামোর (পে-স্কেল) গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ সোমবার বিকালে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে হেয়ার রোডের সরকারি বাসভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

চলতি সপ্তাহে মাত্র আর দুটি কর্মদিবস আছে। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে মুহিত বলেন, ‘ওয়েট অ্যান্ড সি’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর মাত্র একদিন সময় নিয়েছেন।তিনি একদিনের মধ্যেই এ ফাইলে স্বাক্ষর করেছেন বলেও জানান অর্থমন্ত্রী।

‘নতুন পে-স্কেল সবার কাছে গ্রহণযোগ্য হবে’ এমন প্রত্যাশা ব্যক্ত করে মুহিত বলেন, ‘প্রতিবারই পে-স্কেল ঘোষণার পর কিছু না কিছু অসঙ্গতি থাকে। সেটা দেখার জন্যে বেতন বৈষম্য দূরীকরণ কমিটি তো রয়েছেই।’

প্রসঙ্গত, সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতনকাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়। এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই কার্যকর হবে।সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পিছনের টাকা এরিয়ার হিসাবে পাবেন।



মন্তব্য চালু নেই