চলন্ত ট্রেনে যাত্রীকে সাপের ছোবল

ট্রেনের কামরায় ছারপোকা, আরশোলার উপদ্রবের কথা হামেশাই শোনা যায়। কিন্তু বিষধর সাপে কাটা নেহাতই অবিশ্বাস্য। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের একটি লোকাল ট্রেনে। এমনই খবর দিয়েছে জিনিউজ। গত বুধবার রাজ্যের নদীয়ার বাসিন্দা আশালতা মণ্ডল ট্রেনে নিজের আসনে বসার পর হঠাৎ দেখলেন তাঁর পায়ের পাতার ওপরে উঠছে একটা সাপ! চিৎকার দিয়ে অনেকটা প্রবৃত্তির বশেই পা ঝাড়া দিয়ে সাপটাকে সরিয়ে দিলেন তিনি। ততক্ষণে সাপ ছোবল দিয়েছে মহিলার আঙুলে।

এ ঘটনার পর আশালতাকে দ্রুত ট্রেন থেকে নামিয়ে রেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক জানিয়েছেন সাপটি বিষাক্ত ছিল, তবে দ্রুত নিয়ে আসার কারণে বিষের প্রভাব ছড়াতে পারেনি।

এদিকে এই ঘটনা আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ভারতের সংবাদমাধ্যমগুলোতে। তবে যে সাপকে নিয়ে এত কাণ্ড, অনেক খুঁজেও সেই সর্পরাজকে পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই