চলন্ত বিমানে পাইলটের মৃত্যু

চলন্ত বিমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক আরবীয় পাইলট। দেশটির বিশা প্রদেশ হতে রিয়াদ যাওয়ার পথে গত সোমবার এ ঘটনা ঘটে। ঘরোয়া বিমানের পাইলটের এ মৃত্যুর খবর মঙ্গলবার প্রকাশিত হয়।

আর আরব নিউজ বৃহস্পতিবার তা প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ওয়ালিদ আল মোহাম্মদ নামের ওই পাইলট এসভি ১৭৩৪ মডেলের বিমানটি চালাচ্ছিলেন। যা রিয়াদের দিকে যাচ্ছিল। কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই ওই পাইলটের মৃত্যু হয়।

তবে তার সহকারী পাইলট নামি বিন গাজি দ্রুত বিমানটির নিয়ন্ত্রণ নেয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে যাত্রীরা রক্ষা পান। সেই সহকারী পাইলট দ্রুত বিমানটি অবতরণ করিয়ে অ্যাম্বুলেন্সসহ চিকিৎসকদের ডাকেন। যদিও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মূলত সহকারী পাইলটের কারণেই বেঁচে যান যাত্রীরা।



মন্তব্য চালু নেই