চল্লিশ লাখ মানুষের পরিবার তাহসানের!

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান। এখন পর্যন্ত অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন শ্রোতাদের মনে। গানের পাশাপাশি নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেও অর্জন করেছেন সমান জনপ্রিয়তা। আর এই জনপ্রিয়তার রেশ ধরেই সম্প্রতি তিনি ফেসবুকে নতুন এক মেইলফলক অতিক্রম করলেন। এখন তার ভেরিফাইড পেজে লাইকের সংখ্যা চল্লিশ লাখ! অর্থাৎ তাহসান কি করছেন, না করছেন তা জানতে ফেসবুকে তার পেজে চল্লিশ লাখ মানুষ তাকে নিয়মিত ফলো করছে!

এ প্রসঙ্গে তাহসান একটি কবিতার কয়েকটি লাইন দিয়ে নিজের পেজ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। তিনি লিখেছেন, ‘৪০ লক্ষ বৃদ্ধ আঙ্গুল/সংখ্যা দিয়ে বোঝা যায় না/কোনো ভালোবাসার আকুলতা/ব্যস্ত সবাই জানলো না কেউ/সংখ্যার প্রতিকুলতা/তারই মাঝে সংখ্যা যখন/সুখের বার্তা হয়ে/যশের আবরন একটু হলেও/কূলে নিয়ে আসে বয়ে/সজ্ঞানে প্রস্থান আমার /যখন বৃহষ্পতি তুঙ্গে/এমনই হবে কবির প্রয়াণ/বৃদ্ধ আঙ্গুলের সঙ্গে। ধন্যবাদ’



মন্তব্য চালু নেই